--- বিজ্ঞাপন ---

সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাতা-কলম বিতরণ করলো রোটারী ক্লাব অব রয়েলস

0

সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাতা-কলম ও পেন্সিল ব্যাগ বিতরণ করেছে রোটারী ক্লাব অব চিটাগাং রয়েলস। শনিবার সলিমপুরের ‘স্বপ্নচাষী’ স্কুলের অর্ধশত শিশুদের মাঝে এ সামগ্রি বিরণ করা হয়। পাহাড়ের মাঝে থাকা এসব শিশুদের অনেকে অকালে নানা কারণে লেখাপড়া থেকে ঝরে পড়ে। রোটারী ক্লাবের উদ্যোগে শিশুদের মাঝে পড়াশুনার ক্ষেত্রে উৎসাহ উদ্দীপনা জিইয়ে রাখার জন্য ক্লাবটি এ আয়োজন সম্পন্ন করে।
ক্লাব সভাপতি রোটারীয়ান কাজী ইকবালুর রহমান নাদিমের সভাপতিত্বে সভায় প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী জেলা-৩২৮২ এর প্রাক্তন জেলা গর্ভণর অধ্যাপক তৈয়ব চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেটারাী জেলা -৩২৮২ এর অ্যাসিসটেন্ট গর্ভণর রোটারীয়ান কাজী আবুল মনসুর, ক্লাবের আইপিপি রোটারীয়ান আহমেদ মুনির উদ্দিন, ক্লাব সচিব রোটারীয়ান প্রকৌশলী হুমায়ন কবির, ক্লাব সদস্য রোটারীয়ান বিগ্রেডিয়ার জেনারেল অব. আবদুল্লাহ আল ইউসুফ, রোটারীয়ান ক্যাপ্টেন শিমুল দত্ত. এনজিও কর্মী নোমানুল বাহার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচিত সভাপতি রোটারীয়ান আবসার উদ্দিন চৌধুরী, ক্লাব সদস্য রোটারীয়ান গোলাম মোস্তফা ইকবাল, রোটারীয়ান হাসান মুরাদ, রোটারীয়ান মোহাম্মদ এয়াহিয়া, রোটারীয়ান সাজু সেকু।
প্রধান অতিথি তারঁ বক্তব্যে শিশুদের সৎ ও পরিশ্রমী হতে নির্দেশনা দেন। তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন, তোমরা যদি নিজেদের সততার সাথে গড়ে তুলতে পারো তাহলে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। রোটারী ক্লাব সবসময় সুবিধা বঞ্চিত শিশুদের পাশে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।##

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.