--- বিজ্ঞাপন ---

শিক্ষার্থীদের মধ্যে সামাজিক মূল্যবোধ বাড়াতে হবে: মোহাম্মদ ইফতেখার মনির

0

নিউজ ডেস্ক: চট্টগ্রামে বাকলিয়ার কল্পলোক অাবাসিক এলাকায় অবস্থিত সৃজনশীল শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম মেধাবিকাশ স্কুল বরাবরের মতো উদযাপন করে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ৪৮ তম স্বাধীনতা দিবসে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম এর গণিত বিভাগের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখার মনির। অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতিকে ফুল দিয়ে বরন করে নেন সহকারী শিক্ষক যথাক্রমে সালেহা খানম মুনা এবং রুপা রায় চৌধুরী। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ অালী ফারুকী’র সভাপতিত্বে তিন পর্বের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিচালক মোঃ ফরিদুল অালম,মোঃ অারশাদ সিদ্দিকী এবং শারমিন সুলতানা। অনুষ্ঠানের প্রথম পর্বে ২৬ মার্চের বিশেষ প্রামাণ্য চিত্র ও ক্রাক প্লাটুন এর প্রদর্শনী,দ্বিতীয় পর্বে অালোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তৃতীয় পর্বে স্বাধীনতা কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সাবেক শিক্ষক মোঃ রুবেল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরঅান হতে তর্জুমা সহ তিলাওয়াতের পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে শহীদের অাত্নার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহজাহান এবং সহকারী শিক্ষক কানিজ ফাতেমা।শিক্ষার্থীদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখে দশম শ্রেণির শিক্ষার্থী মোঃ বেলাল। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ইফতেখার মনির বলেন, প্রত্যেক ঘটনার পিছনে একটি কারন ও পরিকল্পনা থাকে। অাজকে যে অনুষ্ঠানের অায়োজন করা হয়েছে তাও একদিনের প্রস্তুতিতে সম্ভব হয়নি। ঠিক তেমনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধও একদিনে হয়নি। দীর্ঘদিনের প্রস্তুতি ও পরিকল্পনায় অামরা পেয়েছি মহান স্বাধীনতা। এতে নেতৃত্ব দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।তাকে সহযোগিতা করেছিল স্বাধীনতাকামী মুক্তিপাগল সাত কোটি বাঙালি। তিনি স্বাধীনতার চেতনাকে ধারন করে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তাদের মাঝে সামাজিক দায়বদ্ধতা বাড়ানোর জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ জানান। স্বাধীনতা কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্ব উপভোগ করেন প্রধান অতিথি।শিক্ষার্থীদের তাৎক্ষণিক সৃজনশীল পরিবেশনা দেখে মুগ্ধ হন অতিথিবৃন্দ। শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিক্ষক সনাতন দাশ,শওকত ইসলাম এবং রুপা রায় চৌধুরী। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রায় ৩১ টি ইভেন্টের ৯৩ টি এবং ৩০ টি মেধা পুরস্কার শিক্ষার্থীদের হাতে তুলে দেন অতিথিবৃন্দ। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সমাপনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি মোঃ অালী ফারুকী।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.