--- বিজ্ঞাপন ---

চট্টগ্রামের কোরবাণির পশু হাটের সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা দামের ফিজিয়ান জাতের গরু ‘বিজয়’ বিক্রী হয়নি এখনো

0

 

 

মোহাম্মদ শহীদুল ইসলাম, চট্টগ্রাম (৯ আগস্ট ২০১৯ ইং): কোরবাণী ঈদের আর দু’দিন বাকী। নগরীর বহদ্দারহাট এক কিলোমিটার এলাকার নুর নগর হাউজিং সোসাইটি  ইলিয়াছ ব্রাদার্স মাঠের গরুর বাজারে চট্টগ্রামের সর্বোচ্চ দামে বিক্রয়ের জন্য আনা গরুটি এখনও বিক্রী হয়নি। শুক্রবার ঘুরে দেখা গেছে, বাজার উদ্বোধনের পর থেকে সর্বোচ্চ  মূল্য টাঙ্গানো ‘বিজয়’ নামের গরুটির জন্য ১৪ লক্ষ টাকার ক্রেতা খুঁজে পাওয়া গেছে।তবে  ২৫ লক্ষ টাকা না হলে এটি বিক্রী করবেননা জানিয়েছেন এর মালিক।

সবচাইতে বেশী দামের এ গরুটির মাথার উপরে ব্যানারে  গরুটির ওজন, মালিক, মূল্য ইত্যাদি লেখা রয়েছে। চট্টগ্রাম মহানগরীর বায়েজীদ এলাকায় পালিত হয়েছে এটি। ফিজিয়ান জাতের গরু। গরুটির নাম দেয়া হয়েছে ‘বিজয়’। ওজন লেখা রয়েছে ১১৫০ কেজি। এর মালিক তানিয়া আক্তার মিম। গরুটির অন্যতম মালিক আজিজের পক্ষে বাজারে উপস্থিত আবুল কালাম বাংলাদেশের সংবাদের সাথে আলাপকালে বললেন ‘ অতি যত্ন করে এ ‘বিজয়কে ‘  আমাদের মালিক তানিয়া আক্তার মিম গত ৩ বছর ধরে লালন পালন করে আসছেন। এটির দাম উঠেছে এপর্যন্ত ১৪ লক্ষ টাকা। উল্লিখিত ২৫ লক্ষ টাকা না হলে মালিক বিক্রী করবেন না।’

নুর নগর সিটি কর্পোরেশন ইলিয়াছ ব্রাদার্স মাঠের পশু হাটের ইজারাদার সাইফুল আলমের ভাই খোরশেদ আলম বাংলাদেশের সংবাদকে বললেন, ‘ এমূহুর্তে বাজারে প্রচুর দেশীয় খামারের গরু এসেছে  ১০ হাজার ছাড়িয়ে গেছে ।  আরও  ৫ হাজার আসবে আশা করছি। বাজার শেষ দিকেই জমজমাট হচ্ছে এব্যাপারে আমরা আশাবাদি।’ খোরশেদ আলম বলেন, ‘গত দুদিনে প্রায় ৫০০ গরু ও ৩০০ ছাগল বিক্রী হয়েছে।’ চট্টগ্রামের অন্যতম  এই কোরবানির হাটে  দেশের বিভিন্ন স্থানের খামার থেকে গরু ছাগল এসেছে। প্রধানত: দেশের উত্তরাঞ্চল কুষ্টিয়া, পাবনা, নাটোর, রাজশাহী, নওগাঁ, ফরিদপুর, রংপুর, ঝিনাইদহ, মাগুরা, ঈশ্বরদির খামারসমূহ থেকে  উল্লেখযোগ্য হারে গরু ছাগল এসেছে। চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা, কক্্রবাজার, বোয়ালখালী, সাতকানিয়া, চরতি, চকরিয়া প্রভৃতি স্থান থেকেও প্রচুর পশু চট্টগ্রামের পশুর হাটে এসেছে।

এদিকে চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রেয়াজুল হক গত বুধবার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, এবার কোরবাণীর ঈদে চট্টগ্রামে ৭ লাখ ২০ হাজার সম্ভাব্য কোরবাণি পশুর প্রয়োজন। তম্মধ্যে গরু মহিষের চাহিদা ৪ লাখ ৬২ হাজার ৬১৭টি, ছাগল ভেড়া ১ লাখ ৪৭ হাজার ৫৪৮টি।  চট্টগ্রামের ৭ হাজার ৫৭টি খামারে ৬ লাখ ১০ হাজার ২১৯টি পশু রয়েছে। গত ৩১ জুলাইয়ের হিসাব অনুযায়ী চট্টগ্রামে ৪ লাখ ১৪ হাজার ৩৮৭টি গরু, ৪২ হাজার ২৮৪টি মহিষ, ১ লাখ ৪৭ হাজার ৫৪৮টি ছাগল ও ভেড়া রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে ২ লাখের বেশি পশু চট্টগ্রামে পৌঁছেছে। তাই এবার চট্টগ্রামে কোন পশুর ঘাটতি নেই বলে সংবাদ সম্মেলনে জানান তিনি। ##

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.