--- বিজ্ঞাপন ---

কোরিয়া বাংলা প্রেস ক্লাবের আত্মপ্রকাশ,হিমেল সভাপতি, হানিফ সম্পাদক

0

 

বিশেষ প্রতিনিধি, কোরিয়া থেকে ##

কোরিয়া বাংলা প্রেসক্লাব যাত্রা শুরু করেছে।  কোরিয়াতে সুস্থধারার সাংবাদিকদের সংগঠন হিসেবে‘কোরিয়া বাংলা প্রেসক্লাব ’ ভূমিকা রাখবে। কমিটির সভাপতি হিসেবে বাংলাদেশ প্রতিদিনের কোরিয়া প্রতিনিধি ওমর ফারুক হিমেল, সাধারণ সম্পাদক ঢাকা টাইমসের কোরিয়া প্রতিনিধি মোহাম্মদ হানিফ এরই মধ্যে দায়িত্ব নিয়েছেন। শীঘ্রই গঠিত হবে পূর্নাঙ্গ কমিটি।
শুক্রবার সন্ধ্যায় অনলাইনে এক আলোচনা সভায় এ কমিটির নাম ঘোষণা করা হয়। সুস্থমনার সাংবা‌দিকতায় ‘কোরিয়া বাংলা প্রেসক্লাব’ না‌মের প্লাটফর্মটি প্রবাসীদের যে কোনো সমস্যায় পাশে থাকবে, একই সঙ্গে প্রবাসে দেশের সম্মান সমুন্নত রাখতে সংগঠনটি সবসময় বদ্ধপরিকর বলে জানান সংগঠনটির সভাপতি ওমর ফারুক হিমেল। কোরিয়া বাংলাদেশিদের কল্যাণে একই সাথে অসঙ্গতি প্রকাশে অসংকোচ ভূমিকা থাকবে এই কমিউনিটির।
সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ বলেন, দেশীয় কৃ‌ষ্টি সংস্কৃ‌তি তু‌লে ধর‌তে এবং প্রবাসী‌দের কার্যক্রম দে‌শসহ সারা বিশ্বে ছ‌ড়ি‌য়ে দিতে ঐক্যবদ্ধ হ‌য়ে কাজ ক‌রে যা‌বে কোরিয়া বাংলা প্রেসক্লাব। এই সংগঠন মূলত কোরিয়ার সুস্থ ধারার সাংবাদিকতা ফিরিয়ে আনা এবং দেশে ও প্রবাসে বাংলাদেশিদের সার্বিক সহযোগিতায় কাজ করবে ।
সভাপতি এবং সাধারণ সম্পাদক জানান, অচিরেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।##৭.১১.২০

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.