--- বিজ্ঞাপন ---

নাইজেরিয়ায় বোকো হারাম ৪০ কৃষককে জবাই করেছে

0

আন্তর্জাতিক ডেস্ক ##

নাইজেরিয়ার হিউম্যান রাইটস রাইটার্স অ্যাসোসিয়েশন ( হুরিয়া) বোকো হারাম সন্ত্রাসীদের দ্বারা বোর্নো রাজ্যে ধানের কৃষকদের বীভৎস হত্যাকান্ডকে নিন্দনীয় বলে বর্ণনা করেছে। হুরিয়া বলছে, বোকো হারামের এধরণের বিভৎস হত্যারকে ঠেকাতে সেদেশের সশস্ত্র বাহিনীর সহযোগী সংগঠনগুলির পাশাপাশি নাইজেরিয়ার সেনাবাহিনীর এ খাতে আরও অর্থ বরাদ্দের আহ্বান জানিয়েছে। সামরিক বাহিনীই কেবলমাত্র সঠিক অর্থায়নে বোকো হারামকে পরাস্ত করতে পারে বলে মানবাধিকার সংগঠনটি এক বিবৃতিতে জানায়। ফ্রন্টলাইন অ্যাডভোকেসি গ্রুপ রাষ্ট্রপতি মুহাম্মদু বুহরিকে বোর্নো রাজ্যে গণহত্যার বিষয়ে একটি জাতীয় শোক দিবস ঘোষণা করার আহ্বান জানিয়েছে। নাইজেরিয়ার ডেইলি পোস্ট পত্রিকা রোববার ( ২৯ নভেম্বর ) এ খবর জানায়।

অধিকার গোষ্ঠী ন্যাশনাল কো-অর্ডিনেটর, এমমানুয়েল ওনউউবিকো একটি বিবৃতিতে বলেন, “নাইজেরিয়ার উত্তর-পূর্বে গত ২৪ ঘন্টা ধরে যে হামলা হয়েছে এবং বিশেষত গ্রামীণ কৃষকদের সদস্য হিসাবে সন্দেহযুক্ত ব্যক্তিদের দ্বারা বোকো হারাম সন্ত্রাসীরা যে গণহত্যা চালিয়েছে তাতে হুরিয়া হতবাক হয়ে গেছে। তিনি বলেন,“দেশের উত্তর-পূর্বে বোর্নো রাজ্যে ধান ক্ষেতে কাজ করা শ্রমিকদের উপর হামলায় প্রায় ৪০ জন লোককে হয়েছে ।” শনিবার হামলাকারীরা কৃষি শ্রমিকদের বেঁধে রেখেছিল এবং বর্নো রাজ্যের রাজধানী মাইদুগুড়ির কাছে কোশোব গ্রামে তাদের গলা কেটে হত্যাে করে। “ রাষ্ট্রপতি মুহম্মুদু বুহারীর নিকট এক দিনের জন্য জাতীয় শোক ঘোষণা করার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠনটি। 

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.